স্পোর্টস ডেস্ক:মঙ্গলবার পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে  বাংলাদেশ। সফল সফর শেষে আজ দুইভাগে দেশে ফিরছে টাইগাররা। দুবাই হয়ে যাঁরা আসছেন, তাঁরা পৌঁছাবেন আজ রাত সাড়ে ১১টায়। আর দোহা হয়ে যাঁরা আসছেন, তাঁরা পৌঁছাবেন রাত ২টা ১৫ মিনিটে। কিন্তু দুই ভাগের কোনো ভাগেই নেই সাকিব আল হাসান।দেশে হত্যা মামলা হওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে আগে থেকে নানা জল্পনা-কল্পনা ছিল। এবার জানা গেলো তিনি আসলেই দেশে ফিরছেন না এখন। তবে হত্যা মামলার জন্য নয় সাকিবের দেশে না ফেরার কারণ কাউন্টি। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সাকিব  করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে। তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের।৯ই সেপ্টেম্বর থেকে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচে খেলবেন তিনি।ৎআগামী ১২ই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। জানা গেছে সাকিব ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *