ডায়ালসিলেট :সিলেটে পৃথক দুই অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।তাদের একজনকে গ্রেফতার করা হয় জৈন্তাপুর থেকে এবং অপরজনকে গ্রেফতার করা হয়েছে কোম্পানীগঞ্জ থেকে।শনিবার বিকালে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রমজান হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়।তিনি জিঙ্গাবাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে। তার হেফাজত থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।অপর অভিযান চালানো হয় রাত পৌণে  ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বতুমারা গ্রামের সুনাফর আলীর ছেলে মো. তাজ উদ্দিনকে (৬২) গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে মোট ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে যথাক্রমে জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *