আন্তর্জাতিক ডেস্ক :ভয়াবহ দুর্ঘটনায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার মেক্সিকোর মধ্য প্রদেশ জাকাতেকাসের একটি মাহসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের পাশাপাশি আরও ছয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, কর্তৃপক্ষের দাবি শনিবার ভোরে একটি ভুট্টা বহনকারী ট্রাক্টটর পিছন থেকে যাত্রীবাহি বাসটিকে থাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জাকাতেকাসের গর্ভনর ডেভিড মনরিয়াল প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে ওই দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে প্রদেশটির অ্যাটর্নি জেনারেলে কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে মৃতের সংখ্যাটি সংশোধন করা হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, ইতোমধ্যেই ট্রাক্টারের চালককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রদেশটির এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকালে খাদে পড়ে থাকা বেশ কিছু লাশ উদ্ধারের চেষ্টা করা হয়েছে। বাসটি চিহুয়াহুয়া রাজ্যের মার্কিন-মেক্সিকো সীমান্তের শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। হতাহতের মধ্যে কোনো অভিবাসী ছিলনা বলে তথ্য দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

উত্তর আমেরিকার এই দেশটিতে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *