স্পোর্টস ডেস্ক:অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে বড় এক ধাক্কা খেলো পাকিস্তান দল। ওয়ানডে সিরিজ শুরু হতে মাত্র সাত দিন বাকি। এর মধ্যেই পদত্যাগ করলেন দলটির সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন। সোমবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো খবর দিয়েছে, এ বিষয়ে দ্রুতই একটি বিবৃতি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ কারস্টেনের সঙ্গে পিসিবির সম্পর্কে ফাটল কয়েক দিন আগে থেকেই ধরতে শুরু করেছে। এর কারণ হঠাৎ করেই দল নির্বাচনে কোচদের ভূমিকা বাদ দেয়া। বাংলাদেশের কাছে দেশের মাটিতে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে যায় পাকিস্তান। এরপর নতুন করে নির্বাচন কমিটি গঠন করে পিসিবি। সেই কমিটিতে আলিম দার, আকিব জাভেদ ও আজহার আলীকে যোগ করা হয় এবং দল নির্বাচনে কোচদের ভূমিকা বাতিল করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেয়ার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন গিলেস্পি। অস্ট্রেলিয়ান এই কোচ বলেছিলেন, তার কাছে মনে হচ্ছে দলে তার ভূমিকা এখন শুধু ‘ম্যাচ-ডে অ্যানালিস্টের’, চুক্তি অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়।
কারস্টেন অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি। তবে সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি হতাশ ছিলেন। গতকাল পিসিবি প্রথমে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা পর মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের অধিনায়কের দায়িত্ব দেয়। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে দল আর অধিনায়ক নির্বাচন নিয়ে কারস্টেন নিজের মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু পিসিবি তার কোনো মতামত না নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে দল ও অধিনায়ক নির্বাচন করেছে। অধিনায়ক ঘোষণার সংবাদ সম্মেলনে ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবং নির্বাচক কমিটির দুই সদস্য আকিব জাভেদ ও আজহার আলী। সেই সময় কারস্টেন পাকিস্তানেই ছিলেন না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *