বিনোদন ডেস্ক :অ্যাকশন ছবিতে অভিনয় করার জন্য বলিউড নায়িকাদের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা রুথ প্রভু। অভিনেত্রী নিজেও খুশি এই ধারার ছবিতে অভিনয় করে। জানিয়েছেন নিজের স্বপ্নের কথাও। সামান্থা জানিয়েছেন, জেমস বন্ডের কোনো নারী সংস্করণে অভিনয় করা তার স্বপ্ন। অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য বলিউডের দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, আনুশকা শেঠিদের প্রশংসাও করেছেন তিনি। ‘সিটাডেল: হানি বানি’তে সামান্থার স্বপ্ন খানিকটা পূরণ হয়েছে বলাই যায়। রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় ভারতে মুক্তি পেতে চলেছে ‘সিটাডেল: হানি বানি’। হলিউডের মূল ছবিটিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সামান্থাকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই নতুন ধারার ছবিতে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আজকাল অনেক অভিনেত্রীই অ্যাকশন ছবিতে অভিনয় করছেন। আলিয়া করেছেন। ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফও করেছেন। দিশা, কিয়ারাও আজকাল এই ধরনের ছবি করছেন। কঙ্গনা রানাউত করেছেন। নারীরা ছবির নিয়ন্ত্রণ রাখছেন, এটা দারুণ বিষয়। দক্ষিণী ছবিতে সামান্থার অভিনয়ের অভিজ্ঞতা দীর্ঘ। ‘ইয়ে মায়া চেসাভে’, ‘ইগা’, ‘নিথানে এন পোনভাসন্থাম’, ‘মহান্তি’ এবং ‘সুপার ডিলাক্স’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। হিন্দিতে ‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজে অভিনয় করেছিলেন সামান্থা। নায়কের প্রতিপক্ষ হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু সামান্থার অভিমান, তার অধিকাংশ অ্যাকশন দৃশ্যেই সে বার কাঁচি পড়েছিল। এ বার আর তা ঘটবে না। ফলে খুশি সামান্থা। তিনি বলেন, এ বারে দৃশ্যগুলো রয়েছে। আমি খুশি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *