ডায়ালসিলেট ডেস্ক :যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি, সাবেক কাউন্সিলর জামাল মোস্তফার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রোকন বলেন, তাদের কারাগার থেকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পল্টন থানার এসআই ফেরদৌস আলম। আসামিপক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮শে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। ওইদিন বিএনপির মহাসমাবেশে হামলা হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে নিহত হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় গত ২৪শে সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *