স্পোর্টস ডেস্ক সাদামাটা দল নিয়ে গত মৌসুমে সবক’টি আসরে রানার্সআপ হয় মোহামেডান। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ২. এ রানার্সআপ হওয়ার মধ্যদিয়ে নতুন মৌসুম শুরু করে সাদা-কালো শিবির। বাংলাদেশ প্রিমিয়ার লীগেও চলছে তাদের দুর্বার পথচলা। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারায় মোহামেডান। সপ্তদশ মিনিটে এমানুয়েল সানডে’র করা গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করে বছর শেষ করলো মোহামেডান। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ফর্টিসের পয়েন্ট ৫।
দারুণ ছন্দে থাকা মোহামেডানের বিপক্ষে অবশ্য শুরুতে চোখে চোখ রেখে খেলছিল ফর্টিস। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। সপ্তদশ মিনিটে এগিয়ে যাওয়ার আনন্দ সঙ্গী হয় মোহামেডানের। বাম দিক থেকে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস বুঝেই উঠতে পারেননি ফর্টিসের ডিফেন্ডারেরা। ডিফেন্স লাইনের সামনে দিয়ে সরাসরি চলে যায় ডান দিকে থাকা সানডের কাছে; নিচু প্লেসিং শটে জালে জড়িয়ে দেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়লেও পাল্টা আক্রমণের মনোভাব নিয়ে খেলতে থাকে ফর্টিস, কিন্তু মোহামেডান গোলরক্ষককে পরীক্ষা নিতে পারছিল না তারা। ৪০তম মিনিটে ভালো সুযোগ পায় মোহামেডানও। মোজাফ্‌ফর মোজাফ্‌ফরভের ক্রসে দূরের পোস্টে গোলমুখে থাকা বোয়াটেংয়ের টোকায় বল যায় ক্রসবারের বাইরে। দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একই ধাঁচে; তবে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল মোহামেডান। ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় তাদের। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফ হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু নিজের শট না নিয়ে বাড়ান অন্য প্রান্তে থাকা সানডেকে। নাইজেরিয়ান ফরোয়ার্ড উড়িয়ে মেরে বসেন। একটু পরই জালে বল জড়ান ফর্টিসের পা ওমর সার, কিন্তু তার আগেই সহকারী রেফারি তোলেন অফসাইডের পতাকা। ৮৩তম মিনিটে ভ্যালেরি রিশিনের উচুঁ করে বাড়ানো বলে মাথা ছোঁয়ানোর কেউ ছিল না। তাতে আর সমতায় ফেরা হয়নি এক ম্যাচ আগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারের স্বাদ পাইয়ে দেয়া ফর্টিস এফসির। এদিকে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে লীগে প্রথম জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ওয়ান্ডারার্সের পক্ষে জয় সূচক একমাত্র গোলটি করেন মোহাম্মদ শাকিল আলী। লীগে পঞ্চম ম্যাচে এসে নবাগত ক্লাবটির এটি প্রথম জয়, আর চট্টগ্রাম আবাহনীর টানা পঞ্চম হার। পঞ্চম রাউন্ড শেষে এক জয় আর এক ড্র নিয়ে আট নম্বরে ঢাকা ওয়ান্ডারার্স। তলানিতে চট্টগ্রাম আবাহনী।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *