ডায়ালসিলেট ডেস্ক :ভারতের রাজধানী দিল্লিতে কথিত ৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কর্মকর্তারা বলেছেন, কালি বস্তি, উত্তমনগর মেট্রো স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশের অবৈধ অভিবাসী। রিপোর্টে বলা হয় আরও তদন্তে দেখা যায়, তারা বাংলাদেশের নাগরিক। তাদের ফোন নম্বর প্রমাণ করে যে তারা বাংলাদেশের নাগরিক। আটক করার পর আরকে পুরামে অবস্থিত ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদেরকে ইন্দারলোক সেন্টারে আটকে রাখা হয়েছে।