কিছুদিন আগে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসাবে ছিলেন সাথিরা জাকির জেসি। এবার সাবেক এই নারী ক্রিকেটার সুযোগ পেয়েছেন আরও বড় মঞ্চে। আগামী ১৮ই জানুয়ারি মালয়েশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। সেখানে প্রথমবারের মতো আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন জেসি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আসন্ন এই টুর্নামেন্ট পরিচালনায় ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে রয়েছেন জেসি। এখন পর্যন্ত মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী জেসি।

২০২৪ -এ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। সেবার টুর্নামেন্টের পর জেসি বলেছিলেন, বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্নের কথা। বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে হলেও, সেই স্বপ্ন সত্যি হলো জেসির। টুর্নামেন্টে ম্যাচ অফিশিয়াল হিসাবে রয়েছেন আরও ১৩ দেশের ১৯ জন। ম্যাচ রেফারির ভূমিকায় রয়েছেন চার দেশের চার জন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস থেকে ২জন করে আম্পায়ার রয়েছেন। বাংলাদেশের মতো একজন করে আম্পায়ার রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে।

ম্যাচ অফিশিয়ালদের শুভকামনা জানিয়ে আইসিসির আম্পায়ার্স ও রেফারিজ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শন ইয়াসে বলেন, ‘নির্বাচিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের অভিনন্দন। সবাই দ্বিপাক্ষীয় ক্রিকেটে ভালো পারফর্ম দেখিয়ে এটি অর্জন করেছেন। এই বৈচিত্রময় দলটি সত্যিই চমৎকার। আমরা আত্মবিশ্বাসী যে তারা ভালো পারফর্ম করবেন। এবং কেউ কেউ আরও উঁচু স্তরে দায়িত্ব পালনের দিকে অগ্রসর হবেন।’

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০২৩ -এ। দক্ষিণ আফ্রিকায় সেবার শিরোপা জেতে ভারত। চলতি মাসের ১৮ তারিখে টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে মালয়েশিয়ায়। টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১৬টি দল। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *