ডায়াল সিলেট ডেস্ক :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা পরিচালিত এ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- শান্তিগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহান উদ্দিন, সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, খোকন মিয়া, মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া, জগন্নাথপুর পৌরসভা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেশবপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান তেরা মিয়া, তাহিরপুর থানার ছাত্রলীগের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি আকরামিন হোসেন, ছাতক থানার ইসলামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম এবং সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবলীগের সাবেক আহবায়ক  আবুল কালাম আজাদ।

 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *