ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী যেন দলে ঢুকতে না পারে। এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিল, তাদের কোনোভাবেই দলে আনবেন না।

বুধবার দুপুরে (১২ ফেব্রুয়ারি) শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এতে সভাপতিত্ব করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ করে সুনামগঞ্জ জেলা বিএনপি।

আরিফুল হক বলেন, আমরা আহ্বান জানাচ্ছি সংস্কার করবেন, করেন। তবে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে অনতিবিলম্বে সাধারণ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এর পেছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিফতা সিদ্দিকী।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *