ডায়াল সিলেট ডেস্ক ::জুলাই গণবিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি। গত ২৮ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। দলটির প্রতি সাধারণ মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে।

 

চিকিৎসকরা জুলাই গণবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বৈরশাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসা দেন তারা। তাদের এ অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি।

 

দল গঠনের পর থেকে জুলাই বিপ্লবকে ধারণ করা চিকিৎসকরা একটি প্ল্যাটফর্মে আসার জন্য যোগাযোগ করেন। জাতীয় নাগরিক কমিটির হেলথ উইংয়ের মাধ্যমে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছেন একদল তরুণ চিকিৎসক। এবার তারা নতুন দল গঠনে আগ্রহী।

 

চিকিৎসকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে চায় নতুন এ দলটি। দেশের চিকিৎসা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে তরুণ চিকিৎসকদের নিয়ে নতুন দল গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার প্রেক্ষিতে চিকিৎসকদের নিয়ে নতুন দল গঠন করে চায় জানাপ।

 

নতুন দলের আহ্বায়ক ডা. আব্দুল আহাদ বলেন, জাতীয় নাগরিক কমিটি গঠনের পর থেকে আমরা তরুণ চিকিৎসকদের একটি দল চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছি। নতুন দল গঠনের পর চিকিৎসকদের নিয়ে একটি দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে লক্ষ্যে আমরা দল গঠনের দিকে এগুচ্ছি।

 

নতুন দল গঠন নিয়ে ডা. আব্দুল্লাহ জামিল তিহান বলেন, স্বৈরশাসকের দোসর চিকিৎসক ছাড়া যে কেউ আমাদের সংগঠনে যোগদান করতে পারবেন। তরুণদের নিয়ে আমরা দল গঠন করতে চাই। কারণ তরুণরাই পারবে দেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে। আমরা একটি গুগল ফর্ম তৈরি করেছি। আগ্রহী চিকিৎসকরা এটি পূরণ করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আশা করছি, আমরা খুব দ্রুত সাংবাদিক সম্মেলন করে চিকিৎসকদের নতুন দল ঘোষণা দিব।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *