ডায়াল সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের শিশু এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবুল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর (তোঁতো নগর) জামেয়া মাদানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় কুরআন শিক্ষা চলে আসছে।

 

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মাদ্রাসায় কুরআন শিক্ষার জন্য যায় ভিকটিম। এ সময় তাকে একা পেয়ে কৌশলে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের ছমরু মিয়ার ছেলে সাবুল মিয়া।

 

এ সময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে সাবুল পালিয়ে যায়। পরে একটি কুচক্রিমহল সারা দিনব্যাপী ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ঘটনা জানাজানি হলে রাতে অভিযুক্ত সাবুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

এ ঘটনায় ভিকটিমের বাবা ছানো মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত সাবুল মিয়াকে রাতেই গ্রেফতার করে থানা পুলিশ।

 

পরে শনিবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, অভিযুক্তকে মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে তোলা হয়। পরে আদালত তার জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *