ডায়াল সিলেট ডেস্ক :: কারাগারে যেসব সুবিধা পাওয়ার কথা, তা পাচ্ছেন না অভিযোগ তুলে আদালতে আবেদন করেছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এ নিয়ে ইমরান খান ইসলামাবাদের একটি বিশেষ আদালতে এবং বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন।

 

আবেদনে ইমরান খান যুক্তরাজ্যে বসবাসরত তার দুই ছেলে কাসিম খান ও সুলেমান খানের সঙ্গে মুঠোফোনে ও ভিডিও বলে কথা বলার অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন।

 

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্মকর্তারা ছেলেদের সঙ্গে তাকে টেলিফোনে যোগাযোগ করতে দিচ্ছেন না। এমনকি গত মাসে পবিত্র ঈদুল ফিতরের সময়ও তিনি কথা বলতে পারেননি। যদিও কারা আইন অনুযায়ী সপ্তাহে ২০ মিনিট কথা বলার অনুমতি আছে।

 

এ ছাড়া বুশরা বিবি তার আবেদনে অভিযোগ করেছেন, সাবেক ফার্স্ট লেডি হওয়ার কারণে তার একটি সামাজিক মর্যাদা আছে। এ কারণে তাঁর কারাগারে উন্নত সুযোগ–সুবিধা পাওয়ার কথা। কিন্ত কারা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া পাওয়া যায়নি। তাই তিনি চান যে আদালত এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন।

উল্লেখ্য, ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন। একই মামলায় গত ১৭ জানুয়ারি পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *