ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির।

 

‘ইনসাইড হায়ার এডুকেশন’ নামের একটি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কিত কমিউনিটির সমস্যা ও খবরাখবর নিয়ে কাজ করে। তাদের দাবি, সম্প্রতি কয়েকশ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

 

তাদের বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে ট্রাম্প প্রশাসন খুব দ্রুত বেশকিছু শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।

 

সংস্থাটি বলছে, শুধু ফিলিস্তিনকে সমর্থনের কারণেই ভিসা বাতিল করা হচ্ছে না। বরং খুব ছোট কারণেও ভুক্তভোগী হতে হচ্ছে। উদারহরণস্বরূপ বলা যায়, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের এক শিক্ষার্থী সম্প্রতি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালিয়েছেন বলে তাকে আটক করা হয়। এখন তিনি মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দ্বারা পরিচালিত একটি সুবিধায় দেশটিতে রয়েছেন।

 

সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক শিক্ষার্থী জানেনই না যে তাদের ভিসা বাতিল করা হয়েছে। সমালোচনার ভয়ে অনেক ফেডারেল কলেজ ভিসা বাতিলের বিষয়গুলো কলেজজুড়ে সরাসরি ঘোষণা করছেন না।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *