প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তা।জানা গেছে, আওয়ামী লীগ আমলের নির্বাচনে কেন্দ্র দখলে বাধা দানকারী ও ফ্যাসিবাদবিরোধী সাহসী বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া পুলিশ কর্মকর্তা বশির উদ্দিন, ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান এবং ৫ আগস্টের আগে-পরে বিপ্লবী ভূমিকা পালনকারী ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমানসহ অনেককেই পদকের জন্য বিবেচনায় নেওয়া হয়নি।
শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেলের (পিপিএম) জন্য যে ৬২ জনকে বিবেচনায় নেওয়া হয়েছে তাদের মধ্যে ২১ জনই হলেন উচ্চপদস্থ কর্মকর্তা।
বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর কমিটির নির্বাহী সদস্য। এবারের পুলিশ সপ্তাহে তিনিই পাচ্ছেন পদক।
পদকের তালিকার ৩৮ নম্বরে আছেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু। ২০২২ সালের ৪ জানুয়ারি এক ডিও লেটারে ডাবলু সম্পর্কে আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু লেখেন, ‘মনিরুল হক ডাবলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সে ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী।’
ডাবলু ডিএমপির নিউ মার্কেট থানায় কর্মরত থাকা অবস্থায় থানায় ওসির পদায়নের জন্য এই ডিও লেটার ব্যবহার করেছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে পদায়ন করা হয় ঢাকার আশুলিয়া থানার ওসি হিসাবে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে তিনি আশুলিয়া থানায় যোগদানের পরই। ডাবলুর দলীয় পরিচয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে ক্লোজড করা হয় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে। সম্প্রতি তাকে কেরানীগঞ্জ মডেল থানার ওসি করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech