ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে এবার চাহিদার থেকে বেশি রয়েছে কুরবানিযোগ্য পশুর সংখ্যা। সিলেট বিভাগে কুরবানিযোগ্য পশু রয়েছে তিন লাখের বেশি। আর চাহিদা প্রায় পৌনে তিন লাখ।

 

 

প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেটের দায়িত্বশীলরা এমন তথ্য দিয়েছেন।সংশ্লিষ্ট অফিসের তথ্যমতে, চাহিদা অনুযায়ী এবার সিলেটে কুরবানির পশু সংকটের আশঙ্কা নেই। খামারিদের কাছেও পর্যাপ্ত পশু আছে। গৃহপালিত পশুর সংখ্যা কম নয়। তাছাড়া প্রতি বছর বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গরু আসে সিলেটে। ফলে চাহিদার চেয়ে অনেক বেশি গরু, ছাগল, ভেড়া হাটে পাওয়া যাবে।

 

 

সংশ্লিষ্টরা আরও জানান, সিলেটের অনেক প্রবাসী বড় গরু কুরবানি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্থানীয়ভাবে এমন গরুর সংখ্যা কম থাকলেও কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বড় আকারের অনেক গরু বরাবরের মতো এবারও সিলেটে আসবে এমন প্রত্যাশা তাদের।

 

 

প্রাণিসম্পদ বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের চার জেলার বিভিন্ন খামারে কুরবানির জন্য প্রস্তুত তিন লাখ ৯ হাজার গবাদি পশু। এর মধ্যে এক লাখ ৩০ হাজার ৭৫৬টি ষাঁড়, ৩২ হাজার ৩৬৮টি বলদ, ৩৭ হাজার ৩৯২টি গাভি, ৫ হাজার ৪২০টি মহিষ, ৭৭ হাজার ৬৪৬টি ছাগল, ২৪ হাজার ১৪টি ভেড়া ও ৯১৯টি অন্যান্য পশু রয়েছে।

 

 

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. মারুফ হাসান জানান, প্রাথমিক হিসাবে সিলেট বিভাগে কুরবানির পশুর চাহিদা আছে ২ লাখ ৭১ হাজার পাঁচশ। এবার চাহিদা কিছু কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিপরীতে খামারিদের কাছে মজুত আছে ৩ লাখ ৮ হাজার ৫১৫টি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *