ডায়াল সিলেট ডেস্ক :: নগরভবনের সামনে রোববারও একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলন করেছেন। বুধবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আইনসঙ্গত নয় এমন আন্দোলন করে জনদুর্ভোগ না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনানুগ ও দাপ্তরিক করণীয় ঠিক করবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে। এই ইস্যুতে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন মামলার রায়ে মন্ত্রণালয়ের প্রতি যে ধরনের নির্দেশনা থাকবে তার প্রতিপালন করা হবে। সুনির্দিষ্ট আইনানুগ পদ্ধতি অনুসরণ এবং মেয়াদসংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইঞ্জিনিয়ার ইশরাককে আলোচিত রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উল্লেখ করে তাকে শপথ থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের একটি লিগ্যাল নোটিশও ২৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ গ্রহণ করেছে। পরে মো. মামুনুর রশিদ নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও ডিক্রি, এবং নির্বাচন কমিশনের জারি সংশোধিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন করেছেন।

 

 

এছাড়াও হাইকোর্টে রিট এবং মামলা বিচারাধীন অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন আদালতের প্রতি অনাস্থা অথবা অবমাননার শামিল। নাগরিক সেবা ব্যাহত ও অচলাবস্থা দূর করতে আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি স্থানীয় সরকার বিভাগ আহ্বান জানিয়েছে।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *