ডায়াল সিলেট ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কি না তা এখনো স্পষ্ট নয়। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, ‘ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন।’

 

সোমবার সচিবালয়ে কোরবানির ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

 

নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি- শুধু দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায়, কোনো একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয়।’

 

এসময় জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কেন?

 

জবাবে তিনি বলেন, ‘উনার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারব না… এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন?’

 

উল্লেখ্য, এর আগে গতকাল রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *