• ডায়াল সিলেট ডেস্ক :: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর সরকারপ্রধান জোর দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুরুত্বপূর্ণ এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর জোর দেন। এ সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কাজের প্রশংসা করেন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *