ডায়াল সিলেট ডেস্ক :: চার বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ৪ জুন ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। তবে ওই ম্যাচে ঘটে বিশৃঙ্খলা—দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন স্টেডিয়ামে, মাঠে ঢুকে পড়েন তিনজন সমর্থকও।

 

সোমবার (৯ জুন) স্টেডিয়ামে মহড়া দেবে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। পরদিন ম্যাচেও নিরাপত্তায় থাকবে এই বাহিনী। বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, ‘আজ স্টেডিয়ামের বিভিন্ন গেট ও ভেতরের অংশ পরিদর্শন করা হয়েছে। কাল সকাল ১১টায় সোয়াটের মহড়া রয়েছে। ডিএমপির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।’

 

বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরাপত্তা ঘাটতির কারণে আগেও জরিমানার মুখে পড়েছে বাফুফে। জাতীয় স্টেডিয়ামে ফের ফুটবল ফেরায় এবার কোনো ঝুঁকি নিতে চায় না ফেডারেশন।

 

গোলাম গাউস বলেন, ‘ভুটান ম্যাচের চেয়ে এবার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও বেশি লোক থাকবে।’

 

ফুটবলপ্রেমীদের মধ্যে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনেকে গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। তাদের কথা বিবেচনায় চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *