ডায়াল সিলেট ডেস্ক :: পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। এই ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

 

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা এখন সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। প্রথম ধাপে আসা হজযাত্রীরা আজ থেকেই বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন।

 

ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে সৌদি আরব ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে। হাজিদের সুষ্ঠুভাবে দেশে ফেরাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

 

উল্লেখ্য, এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। এবারের হজ মৌসুমে ১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *