ডায়াল সিলেট ডেস্ক :: টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর ঐতিহাসিক সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সকাল সাড়ে ১০টায় শুরু হবে টেস্টটি। প্রথম ম্যাচে গলে দুই দলই দারুণ লড়াই করে ড্র করেছিল, ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার পয়েন্ট করে যোগ হয়েছে উভয়ের ঝুলিতে। তবে এবার কলম্বোতে বাংলাদেশ খেলতে যাচ্ছে এক ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে—এই মাঠে অতীতে যেসব স্মৃতি খুব একটা সুখকর নয়। সেসব পাশে রেখে কেবল জয়েই নজর রেখেছে বাংলাদেশ, এমনটাই গতকাল কলম্বো থেকে জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

 

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সবশেষ বাংলাদেশ খেলেছিল ২০০৭ সালে। এরপর দীর্ঘ ১৮ বছর পর এই মাঠে ফিরছে টাইগাররা। এখানে মোট তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ, তিন ম্যাচেই টাইগার বাহিনী হেরেছে বড় ব্যবধানে—দুটি ইনিংসে ও একটি ২৮৮ রানে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মোহাম্মদ আশরাফুল এই মাঠে রেখেছেন উজ্জ্বল ছাপ। এখানে তিন টেস্টে ব্যাট হাতে ৪৩ গড়ে করেছেন ২৬০ রান, যার মধ্যে রয়েছে অভিষেক সেঞ্চুরিও, যা এখনো টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের শতরানের রেকর্ড।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *