ডায়াল সিলেট ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিবিসি আই ইনভেস্টিগেশনের সাম্প্রতিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনের সময়কার ভিডিও ও অডিও ফুটেজ, বিশ্বমানের ফরেনসিক বিশ্লেষণে যাচাই হওয়ায়, এই অভিযোগ আর অমূলক বলা যাবে না।মঙ্গলবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে শফিকুল আলম এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, ‘২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন-পীড়নের সময়ের ভয়াবহ ভিডিও ও অডিও প্রমাণসহ প্রকাশিত এই অনুসন্ধান এখন আর কেবল রাজনৈতিক অভিযোগ নয়—এটি একটি নির্ভরযোগ্য, বৈশ্বিক মিডিয়া প্রতিষ্ঠানের ফরেনসিক যাচাই-প্রমাণে প্রতিষ্ঠিত সত্য। এটা যেন শেখ হাসিনার পক্ষে আত্মরক্ষার শেষ আশাটুকুও গুঁড়িয়ে দিয়েছে।’

 

প্রেস সচিব বলেন, ‘বিশ্বমানের ফরেনসিক বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা অডিও রেকর্ডিংটি প্রমাণ করে যে এই সহিংসতা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল পরিকল্পিত ও অনুমোদিত। এই প্রমাণ এখন আর গুজব কিংবা পক্ষপাতদুষ্ট মত নয়। এটি এখন ফরেনসিক, যাচাই করা এবং অস্বীকার করার উপায় নেই।’

 

 

তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই—তারা যেন বিবেক ও নৈতিকতা দিয়ে সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের অনুরোধ থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে ভারত তার অবস্থানে অনড় থেকেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই অবস্থান টেকসই নয়। যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিকে আর রক্ষা করা যায় না।’

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *