ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করায় ৩৩৫ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ব্যক্তি গত জুন মাসে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। বিজিবির তৎপরতায় তারা আটক হয়ে পরবর্তীতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, একই সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযানে ১৯৭ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৫ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিককেও আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির গত জুন মাসের অভিযানে প্রায় ১৩৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে- ৪ কেজি ৩৩৮ গ্রাম স্বর্ণ; ১৩ হাজার ৩৭২টি শাড়ি; ৩ হাজার ৫০০টি থ্রি-পিস, শার্টপিস, চাদর ও কম্বল; ৭৭৭টি গরু ও মহিষ; ২ লাখ ২৫ হাজার ৯৬টি কসমেটিকস সামগ্রী, ১৩৮টি নৌকা, ৬৪টি মোটরসাইকেল এবং ১টি কষ্টিপাথরের মূর্তি।
এছাড়া মসলা, পোশাক, বীজ ও ইলেকট্রনিক পণ্যসহ আরও অনেক চোরাই পণ্য জব্দ করা হয়।
অস্ত্র উদ্ধারের মধ্যেও গুরুত্বপূর্ণ আইটেম রয়েছে— ২টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তল, ৩টি শটগান, ৩টি মর্টার শেল, ৪টি হ্যান্ড গ্রেনেড এবং ১৯টি গুলি
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত তৎপরতা চলমান রয়েছে। ভবিষ্যতেও যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান বজায় থাকবে।