বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিয়ানীবাজারে পৌঁছেছেন। পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন তিনি।
সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা দক্ষিণের আমির মাওলানা হাবিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনসহ কেন্দ্র ও জেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ।
আজকের সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানা গেছে।