ডায়াল সিলেট ডেকস

ইরানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ৩৩ জন বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)।

বুধবার (২৩ জুলাই) বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি।

সরকারি সূত্র জানায়, মাশকেল একটি দুর্গম সীমান্ত এলাকা, যা অনিয়মিত অভিবাসনের ট্রানজিট রুট হিসেবে পরিচিত। আটক বাংলাদেশিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তবে পরবর্তীতে তারা কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র ছাড়াই ইরানে প্রবেশের চেষ্টা করেন।

নিরাপত্তা বাহিনী তাদের একটি অনাবৃত সীমান্ত পথ দিয়ে যাত্রা করার সময় থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় তারা ইরানে প্রবেশের জন্য কোনো বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আটক ৩৩ জনকেই ঘটনাস্থল থেকে আটক করে পরবর্তী তদন্তের জন্য এফআইএ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিদের একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের মাধ্যমে পাঠানো হয়েছিল। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *