ডায়াল সিলেট ডেস্ক :: চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতটি বিদেশ সফরে অংশ নিয়েছেন। এই সাত সফরে তিনি ঘুরেছেন মোট ১৬টি দেশ। এই বিদেশ সফরগুলোর কতটা খরচ হয়েছে, তা নিয়ে ভারতের সংসদে উপস্থাপন করা হয়েছে নির্দিষ্ট তথ্য। নথি অনুযায়ী, এখন পর্যন্ত মোদির মাত্র তিনটি সফরের হিসেবেই খরচ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। বাকি চার সফরের খরচ এখনো চূড়ান্ত হয়নি।

 

২০২৬ সালের ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী প্রথম সফরে যান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে। এই দুটি দেশে সফরে মোদির মোট খরচ হয় প্রায় ৪০ কোটি টাকা। এর মধ্যে ফ্রান্স সফরে খরচ হয় ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ টাকা, আর মার্কিন সফরে ১৬ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩০২ টাকা।

 

এরপর মার্চে মোদি যান মরিশাসে। ১১ ও ১২ মার্চের এই সফরের খরচের হিসাব এখনো সম্পন্ন হয়নি। এরপর ৩ থেকে ৬ এপ্রিল থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় যান তিনি। এই দুই দেশের সফরে মোদির খরচ হয় প্রায় সাড়ে ৯ কোটি টাকা। থাইল্যান্ডে খরচ হয়েছে ৪ কোটি ৯২ লাখ ৮১ হাজার ২০৮ টাকা, আর শ্রীলঙ্কায় ৪ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৬৯০ টাকা।

 

এপ্রিলে মোদি যান সৌদি আরবে। তবে পেহেলগামে হামলার কারণে সফর মাঝপথেই বাতিল করে দেশে ফিরে আসেন তিনি। মাত্র এক দিনের সফরেও সেখানে খরচ হয় ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ টাকা ৪৭ পয়সা।

 

এরপর ১৫ থেকে ১৯ জুন মোদি সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফরে যান। আর জুলাইয়ের ২ থেকে ৯ তারিখে তিনি ঘুরে আসেন ঘানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া। এই দুই সফরের ব্যয়ের হিসাব এখনো সরকারিভাবে চূড়ান্ত হয়নি।

 

সাম্প্রতিক সময়ে মোদি ব্রিটেন সফর শেষ করে এখন অবস্থান করছেন মলদ্বীপে। এটিই ২০২৬ সালের তার সপ্তম বিদেশ সফর।

 

সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর চলতি বছরের বিদেশ সফরের মাত্র তিনটির জন্যই সরকারি ব্যয় ছাড়িয়েছে ৬৫ কোটি টাকা, আর বাকি সফরের হিসেব প্রকাশিত হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *