ডায়াল সিলেট ডেস্ক :: ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্যবার সিনেমার প্রস্তাব পেলেও তা বরাবরই ফিরিয়ে দিয়েছেন। তিনি সবসময় বলেছেন— পছন্দমতো গল্প পেলে তবেই সিনেমায় অভিনয় করবেন। এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এলো সেই মাহেন্দ্রক্ষণ— ছোটপর্দা পেরিয়ে এবার বড়পর্দায় নাম লিখতে চলেছেন তানজিন তিশা। তবে ঢালিউডে নয়, অভিষেক হতে চলেছে ওপার বাংলা টালিউডে।

 

পরিচালক এমএন রাজের পরিচালনায় ‘ভালোবাসার মৌসুম’ সিনেমায় তানজিন তিশার সঙ্গে দেখা যাবে বলিউডের ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমান জোশিকে। এ সিনেমায় আরও অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ছোটপর্দার অভিনেতা খাইরুল বাসার। তবে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সিডিউল থাকার কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না।

 

এ সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, এটা একদম রোমান্টিক প্রেমের সিনেমা। এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। এ সিনেমাটির মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা। পুরো সিনেমার গল্প ঘিরে শেষ পর্যন্ত সেই রয়েছে। তিনি বলেন, খাইরুল বাসার রয়েছে, তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ, যেটা মনে হয়েছে একদম তার জন্যই। এ ছাড়া শারমান জোশি রয়েছেন, এখানকার সুস্মিতাও রয়েছেন।

 

এ নির্মাতা বলেন, এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে। যেহেতু তিশাকে ঘিরেই গল্প, এখানে শারমান ও বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।

 

তিনি আরও বলেন, ‘এ সিনেমাটির জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সে অনেক দিন আগে কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছু দিন আগে সাইনিং করে এলাম।’

 

উল্লেখ্য, ‘ভালোবাসার মৌসুম’ সিনেমাটি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে এ সিনেমাটি মুক্তি পাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *