ডায়াল সিলেট ডেকস

সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ । ঢাকার গুলশানে ঘটনার পরপরই সংগঠনের পক্ষ থেকে রিয়াদকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গেলে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রিয়াদের নেতৃত্বে একটি দল কয়েকদিন আগে শাম্মী আহমেদের বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং তখন ১০ লাখ টাকাও নেয়। শনিবার তারা বাকি টাকা চাইতে গেলে শাম্মীর পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, রিয়াদ নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর যুগ্ম আহ্বায়ক ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’ এর সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন । চাঁদাবাজির ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।

এদিকে, ঘটনার পরপরই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে রিয়াদকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্ত রিয়াদের সঙ্গে সংগঠনের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *