ডায়াল সিলেট ডেস্ক :: চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতাকর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই। আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।
ময়মনসিংহে সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে এ দেশ স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত করেছি। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, আমরা তা হতে দিব না। আমরা পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে চাই। আমরা নিরপেক্ষ বিচার বিভাগ, নিরপেক্ষ পুলিশ চাই। সোমবার বিকালে ময়মনসিংহ টাউন হল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, আমরা কৃষকের সন্তান। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে চাকুরি পাই না। এজন্য আমরা গত বছর জুলাইয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ময়মনসিংহ বিভাগে জুলাই আন্দোলনে ৪১ জন জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনে এখানে উত্তাল ছিল। এ বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। আন্দোলনের সময় ময়মনসিংহের গার্মেন্টসে চাকরিজীবীরা গাজীপুরে ছাত্রদের পাশাপাশি থেকে বুক পেতে গুলি খেয়েছেন। আমরা তাদের এ অবদান কখনো ভুলবো না। জুলাই পদযাত্রা ও সমাবেশ উপলক্ষ্যে ময়মনসিংহে আগমনের পর প্রথমে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব নাসিরুদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্যরা তার সঙ্গে ছিলেন।