ডায়াল সিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করে দেওয়া মন্তব্য ঘিরে বিতর্কের পর অবশেষে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আসিফ নজরুল বলেছিলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও হয়তো এত জঘন্য অপরাধ করেনি।’ এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

 

 

পরে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি।’

 

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটেছে—লাশ পুড়িয়ে ফেলা, শিশু-কিশোরসহ নারী হত্যা, হেলিকপ্টার থেকে বেসামরিক মানুষকে গুলি করা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যার নির্দেশ দেওয়া—এসবই যুদ্ধাপরাধের মতো। তবে, এসবের সঙ্গে ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা অনুচিত। দুটোই জঘন্য অপরাধ, কিন্তু আমার মন্তব্যে কেউ যদি মনে করেন একাত্তরের হত্যাযজ্ঞকে খাটো করেছি, তবে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *