ডায়াল সিলেট ডেকস
জুতাপেটার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যানকে ২ মাসের কারাদণ্ড ও ২ শ’ টাকা জরিমানা করা হয়েছে। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানকে জুতাপেটার অভিযোগে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩নং) আদালতের বিজ্ঞ বিচারক মো. রুবেল মিয়া এই রায় দেন।
বাদী-বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘ শুনানি শেষে এই রায়ে সন্তুষ্ট নন দন্ডিত বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী।তিনি জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
অপরদিকে, এই রায়ে সন্তুষ্ট মামলার বাদী বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
মামলার বাদী মো. লিলু মিয়া আদালতে দায়েরকৃত এজাহারে অভিযোগ করেন, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী তার এক সহযোগী জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে তাকে পায়ের স্যান্ডেল দিয়ে জুতাপেটা করে আহত করেন এবং তার এক লক্ষ টাকা ছিনিয়ে নেন। পরবর্তীতে বাদী সাইবার ট্রাইব্যুনাল আদালতসহ আরো তিনটি মামলা দায়ের করেন। এর মধ্যে দু’টি মামলা খারিজ হয় ও অপরটি থেকে অভিযুক্তরা অব্যাহতি পান।
এ মামলায় সোমবার সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩নং) আদালতের বিজ্ঞ বিচারক মো. রুবেল মিয়া বাদী-বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘ শুনানি শেষে ছিনতাইকৃত অর্থসহ অন্যান্য অভিযোগ থেকে অভিযুক্তদের অব্যাহতি দিলেও কিল-ঘূষিসহ ফুলা জখমের সন্দেহতীতভাবে প্রমাণের নমুনা পাওয়ায় মামলার প্রধান অভিযুক্ত বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী ও অপর অভিযুক্ত বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে দুমাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।