ডায়াল সিলেট ডেকস
বাবার সাথে মেয়ের দেখা করা নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে সিলেটের মালনীছড়া চা বাগান বাংলোয়। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সিলেটের শিল্পপতি রাগীব আলীর মালনীছড়া চা বাগান বাংলোয় দেখা করতে আসেন লন্ডন প্রবাসী মেয়ে রেজিনা কাদির।
এ সময় মেয়ের সাথে কিশোরগঞ্জ জেলার কয়েকজন অপরিচিত লোক ছিল। তাদের সাথে বাগানের নিরাপত্তা কর্মীদের বাকবিতন্ডা হয়।
পুলিশ ও বাগান শ্রমিকরা জানায়, বাকবিতন্ডার এক পর্যায়ে রাগীব আলীর পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ কৌশলে বাগানের শ্রমিকদের বাংলোয় ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে মেয়ে রোজিনা কাদির এর সাথে আসা লোকজনকে গণপিটুনি দেয়।
শ্রমিকরা জানিয়েছেন, রাগীব আলীর পুত্রবধূ সিলেটে নেই, সেই সুযোগ কাজে লাগাতে রাগীব আলীর মেয়ে এখানে আসেন। তিনি জোর করে সম্পত্তি লিখে নিতে পারেন সেই ধারণাতেই শ্রমিকরা সেখানে ভিড় করেন । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিলেটের বিমানবন্দর থানার বেশ কয়েকজন পুলিশ। পরে আলোচনার মাধ্যমে ঘটনা নিষ্পত্তি করে তারা।
এ সময় রোজিনা কাদির বাবার সাথে থাকতে চাইলে রাগীব আলী নিজেই সম্মত হননি বলে জানায় পুলিশ । শেষে রাগীব আলীর অনুরোধে দুপুরে মেয়েকে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। আর তার সাথে আসা পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যায় বিমানবন্দর থানা পুলিশ।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘ রাগীব আলীর মেয়ে রেজিনা তার বাবার সাথে দেখা করতে আসেন। তবে মেয়ের সাথে থাকা লোকদের বাগানের শ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনায় দুইজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।’
তিনি আরও জানান, মেয়ের সাথে আসার লোকজন সবাই কিশোরগঞ্জ এলাকার লোক।তাদেরকে সাথে কেন এনেছেন- এ প্রশ্নে রেজিনা কাদের পুলিশকে জানান, তাদেরকে তিনি চিনেন না।
গনমাধ্যম থেকে রেজিনা কাদিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা যা শুনেছেন সব ভুয়া। আর আমি এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নই।’
উল্লেখ্য, স্বাক্ষর জাল করে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোনের আবেদন করার অভিযোগসহ পরস্পর যোগসাজসে সম্পত্তি হাতিয়ে নেওয়ার আশংকা করে রাগীব আলীর পুত্রবধু সাদিকা জান্নাত চৌধুরী (২৮), পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ (৪০) সহযোগী আজম আলী (৬০), শ্যামল পাশী (৪২) ও বনমালী ভৌমিক (৬৫) এর নাম উল্লেখ করে গত বছরের ৫জুন ঢাকার মতিঝিল থানায় রেজিনা কাদির সাধারণ ডায়েরি (নং-৩৪৮, ৫ জুন ২০২৪ ইং) করেছিলেন।