নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর উপশহর ই ব্লকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ভারতীয় বিস্কুট বহনকারী একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২১ জুন) সকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চট্টগ্রামের পাঁচলাইশ থানার ৪নং রোডের ১নং বাসার নাসিরাবাদ হাউজিংয়ের মৃত নূরের ছেলে ছারোয়ার আলম (৪৮) ও জকিগঞ্জ থানার ইনামতি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৭০ পিস ভারতীয় বিস্কুটসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশ একটি সিএনজি অটোরিকশা আটক করে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। উদ্ধারকৃত ভারতীয় বিস্কুটের মূল্য প্রায় ৫৯ হাজার ৩০০ টাকা।
ডায়ালসিলেট/এম/এ/

