ডায়ালসিলেট ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার নির্বাচনী সহিংসতা এড়াতে অস্ত্র অভিযানে নেমেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!
শুক্রবার ও শনিবার এ দুই দিনে পৃথক অভিযানে একটি বন্দুক, একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুজন।
থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে অভিযান চালিয়ে আরশ আলী (৪৩)কে আটক করা হয়। এ সময় তাঁর তথ্যমতে একটি পুরাতন একনলা বন্দুক উদ্ধার করা হয়।
রোববার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে আরশ আলীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তিনি আটঘর গ্রামের আব্দুর গফুরের ছেলে।
অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রাম থেকে বকুল মিয়া (৩০) নামের এক যুবককে দেশীয় তৈরি এক পাইপগানসহ পুলিশ গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অস্ত্র অভিযান শুরু হয়েছে।

