Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৩ মেয়াদের গঠিত প্রেসিডিয়াম কমিটির চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর ২০২১ইং) সকালে সিলেট চেম্বারের নির্বাচনী বোর্ড সিডিউল অনুযায়ী চুড়ান্ত তালিকা প্রকাশ করে নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়।
সিলেট চেম্বার অব কমার্সের সচিব ফারুক আহমদ ডায়ালসিলেটকে বলেন, এদিন থেকে নতুন প্রেসিডিয়াম দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ১১ ডিসেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দ্বি-বার্ষিকী নির্বাচনে মোট ৪ ক্যাটাগরিতে নির্বাচনে সিলেট সম্মিলিতি ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদের প্যানেলে ২২ পদে ৪৪ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে উভয় প্যানেলে ১১ জন করে প্রার্থী বিজয়ী হন।
সমান সংখ্যক প্রার্থী হওয়ায় গত ১৩ ডিসেম্বর প্রেসিডিয়াম গঠন করা হয়। ওইদিন প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা দেখা দেয়। সভাপতি/সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে উভয় প্যানেলে প্রার্থী হলেও সংঘবিধির কারণে সিলেট ব্যবসায়ী পরিষদের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে সভাপতি পদে তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি মো. আতিক হোসেনের নাম ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী ২০ ডিসেম্বর প্রেসিডিয়ামের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এদিকে,দায়িত্ব নেওয়ার পর পরই এদিন ব্যবসায়ীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত হন চেম্বারের নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক মুজিবুর রহমান মিন্টু , মুসফিক জায়গীরদারকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এদিন দুপুর ১২টায় নগরীর জেলরোডস্থ চেম্বার বিল্ডিংয়ে নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সাগর, অর্থ সম্পাদক জয় দেব চক্রবর্তী জয়ন্ত, কার্যকরি সদস্য সুহেল আহমদ, মো: কামাল উদ্দিন, মনিরুল হক, আব্দুল আহাদ, সিলেট জেলা ইট প্রস্তুত মালিক গ্রুপের সহ-সভাপতি হাজী মো: আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, অর্থ সম্পাদক মো: আমির আলী, কার্যকরি সদস্য মুন্সি আমিনুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো: শফিকুর রহমান, মাজহারুল এন্ড এসোসিয়েটস এর স্বাত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, সিলেট ঠিকাদার ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মো: মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, পরিচালক মো. কবির উদ্দিন চৌধুরী, সঞ্জয় কুমার দেব, নুরুল ইসলাম নুর, সাহেদ আহমদ, আনিসুর রহমান আনিস, কালিঘাট কাঁচামাল আড়ৎদার সমিতির সভাপতি শরিফ হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

