ডায়াল সিলেট ডে্সক:-
ভারতের আসামের রেজাউল করিম নামের এক যুবকের সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার এক তরুণী (২০)। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভনে কৌশলে ওই তরুণীকে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ায়।
ঘটনার পর তরুণীর বড় ভাই সুনামগঞ্জ সদর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরির পর ঘটনাটি তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাবের গোয়েন্দা তৎপরতায় সোমবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করা হয়। তবে রেজাউল করিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তরুণী জানান— রেজাউল করিম ভারতের আসামের নাগরিক। হোয়াটসঅ্যাপে তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রেজাউল তাকে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।
র্যাবের অনুসন্ধানে জানা গেছে, রেজাউল করিম একজন প্রতারক ও মানবপাচারকারী। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।
উদ্ধার তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৯–এর গণমাধ্যম শাখা।

