ডায়ালসিলেট::

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সিলেটের পর্যটন খাতের উন্নয়নে এবার সরাসরি ঢাকা থেকে সিলেটের জাফলং ও ভোলাগঞ্জে বাস আসবে। আগামী সোমবার (২ নভেম্বর) থেকে এ রুটে বাস চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী সোমবার তারিখ থেকে জাফলং থেকে ঢাকা ও ভোলাগঞ্জ থেকে ঢাকা এই দুটি বাস সার্ভিস চালু হচ্ছে। ইতোমধ্যে এই দুইটি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সিলেট-তামাবিল-জাফলং সড়কে এসি বাসের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

সিলেটের পর্যটনকে ঘিরে যে ব্যবসা তৈরি হয়েছে তাকে বিরাট সম্ভাবনাময় আখ্যা দিয়ে মন্ত্রী পর্যটনকে ঘিরে বহু কর্মহারা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ইমরান আহমদ বলেন, ‘আমাদের এলাকাকে ওপেন করার জন্য যতো উদ্যোগ নেওয়া হয় আমি সেগুলোকে স্বাগত জানাই। আর এতে করেই পিছিয়ে পড়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, পুর্বজাফলং ইউ পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার,  জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিলেট তামাবিল বাসমালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নুরুউদ্দিন, নিজাম উদ্দিন,আব্দুল হাফিজ, জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *