ডায়ালসিলেট::

সিলেট বিভাগে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সিলেটের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৮২০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৭৮৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে ১২ হাজার ১৫৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৬৩৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৪২ জন, হবিগঞ্জের ১ হাজার ৫১৭ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬৬১ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৩০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৮ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২১ জন রয়েছেন।

করোনা আক্রান্ত ৬৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারে ৫ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *