বিনোদন ডেস্ক::গত ১৭ই সেপ্টেম্বর মাকে হারিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর থেকেই একেবারেই ভালো নেই তিনি। কারণ মা ছিলেন তার সব থেকে কাছের মানুষ। মায়ের অসুস্থতা ও পরবর্তীতে চলে যাওয়ার কারণে অপু বিশ্বাস কাজ থেকেও বিরতি নেন। তবে চলতি নভেম্বরেই নতুন ছবির মাধ্যমে ফিরছেন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেক দিন হলো কাজে নেই। কিন্তু কাজ তো আসলে করতেই হবে। কাজের মধ্যে থাকলে হয়তো মনটা ভালো থাকবে।
‘ছায়াবৃ’ নামের একটি অনুদানের ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছি। এর পরিচালক বন্ধন বিশ্বাস। অক্টোবর থেকে শুটিং করার কথা ছিল। মায়ের অসুস্থতার জন্য তখন করতে পারিনি। চলতি নভেম্বর থেকে এ ছবির শুটিং শুরু করবো। এখানে আমার নায়ক নিরব। ছবির গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে। কলকাতায় তো একটি ছবির কাজ করছিলেন? সেটার কি খবর? উত্তরে অপু বলেন, ‘শর্টকাট’ নামে কলকাতার একটি ছবির কাজ করছিলাম। তবে করোনার আগে থেকেই শুটিং বন্ধ আছে। আর কয়েকদিন কাজ করলে শুটিং শেষ হয়ে যাবে। তবে বাজেটে সম্ভবত সমস্যা রয়েছে। এ কারণে হয়তো কাজটি শুরু হচ্ছে না। দেখা যাক কি হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *