ডায়ালসিলেট::
Thank you for reading this post, don't forget to subscribe!নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মহিদুল ইসলামসহ ৫ পরিদর্শক করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার খালেদ উজ জামান। তিনি জানান, রোববার (১ নভেম্বর) রাতে তাদের করোনা শনাক্ত পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে তাৎক্ষনিক তাদের নাম জানা যায়নি।
তিনি আরও জানান, রায়হান হত্যা মামলার তদন্তের কারণে এরা সকলেই বিভিন্ন যায়গায় গিয়েছেন ও অনেকের সাথে মিশেছেন। তাই ধারণা করা হচ্ছে তারা এভাবেই আক্রান্ত হয়েছেন।
এসপি খালেদ উজ জামান জানান, তারা করোনাভাইরাসে আক্রান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই রায়হান হত্যা মামলার তদন্তকার্য চালিয়ে যাচ্ছেন।

