ডায়ালসিলেট ডেস্ক::প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান ছুটি ১৪ই নভেম্বরের পর বাড়বে কিনা তা, শিক্ষা মন্ত্রণালয় দু’একদিনের মধ্য জানাবে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশুই জানাবে।

এরআগে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন।

এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *