ডায়ালসিলেট ডেস্ক;:

দশম জাতীয় সংসদ নির্বাচনে একতরফা ভোটের প্রতিবাদে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়াচ্ছে বিএনপি।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পরও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলঙ্কিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করতে এদিন সারা দেশে কালো পতাকা উত্তোলন করা হবে। দলের নেতাকর্মীরা একই সঙ্গে কালো ব্যাজ ধারণ করবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী, বিশেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন প্রেস ব্রিফিংয়ে বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেওয়াকেই নিজেদের একমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। কারণে-অকারণে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে এই মিথ্যাচার জনগণের কাছে ওবায়দুল কাদেরকে একটি হাস্যকর চরিত্রে পরিণত করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *