ডায়ালসিলেট;:

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলুর চেয়ে তিনি ১ হাজার ৩০৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। অপর দুই প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট।

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *