ডায়ালসিলেট ডেস্ক ::

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ সালে পাক বাহিনীর অত্যাচার অপকর্ম এবং নৈারাজ্য বিষয়ে নিয়ে কবিতার ছন্দে লেখা বই “হানাদার” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ এর চলমান তৃতীয় প্রদর্শনীতে লেখক আলহাজ্ব লুৎফুর চৌধুরী এর লেখা কবিতার বই ‘হানাদার’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিনুর রহমান, ওয়ান প্রিন্টিং প্রেসের কর্ণধার আহমেদ আবদুল ওয়াদুদ, কবি কাঞ্চন চন্দ্র দাস, কবি সুহেল আহমদ, হানাদার কবিতা বইয়ের লেখক আলহাজ্ব লুৎফুর চৌধুরী প্রমুখ।

শ্রীহট্ট প্রকাশ এর মাসব্যাপী চলমান প্রদর্শনীতে বইটি পাওয়া যাবে। ৭ জানুয়ারী শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত।  প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মোক্ত থাকবে গ্রামীণ বৈচিত্রে সাজানো এই প্রদর্শনী। বিজ্ঞপ্তি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *