ডায়ালসিলেট ডেস্ক ::
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সাথে পার্কভিউ মেডিকেল কলেজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) পার্কভিউ মেডিকেল কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ. ই. ডা. বনশিধর মিশরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী দুর্গা মিশ্রা, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির স্ত্রী পূজা যাদব, রাষ্ট্রদূতের সেক্রেটারী রেয়া সিতরী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুছ ছালাম, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এম এ মালিকসহ প্রমুখ। উক্ত সভায় পার্কভিউ মেডিকেল কলেজের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি