ডায়ালসিলেট ;:
সিলেট বিভাগে করোনাভাইরাসের টিকা আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা প্রায় দেড় লাখ মানুষ। শনিবার ১৩ হাজার ৮৫১ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ৮ হাজার ২৫৪ জন পুরুষ এবং ৫ হাজার ৫৯৭ জন নারী। এনিয়ে বিভাগে এখন পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৮৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার সিলেট জেলায় ৪ হাজার ৭২১ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ১ হাজার ৭৭১ নারী। সুনামগঞ্জে টিকা নেন ২ হাজার ১১৮ জন। এদের মধ্যে ১ হাজার ২১৪ জন পুরুষ ও ৯০৪ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে ১ হাজার ৯১০ জন পুরুষ এবং ১ হাজার ২৫৮ জন নারী। মৌলভীবাজার বুধবার ৩ হাজার ৮৪৪ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২ হাজার ১৮০ জন ছিলেন পুরুষ এবং ১ হাজার ৬৬৪ জন ছিলেন নারী।
সিসিক সূত্রে জানা যায়, নগরে শনিবার ২ হাজার ৪৭ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৮০১ জন। এদের মধ্যে ১ হাজার ২২ জন পুরুষ এবং ৭৭৯ জন নারী। পুলিশ হাসপাতলে বুধবার ২৪৬ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৫৮ জন পুরুষ ও ৮৮ জন নারী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জেলায় ৪২ বুথে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে নগরে ছিল ১৪টি বুথ। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ২টি বুথ রয়েছে। আর বাকি ১২ উপজেলায় ২টি করে ২৪ টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘শনিবার নগরে ২ হাজার ৪৭ জন টিকা গ্রহণ করেছে। ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় রবিবার টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।’