বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে

আর্ন্তজাতিক ডেস্ক::

গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তে শনাক্ত ও মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সেই হিসেবে যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হয়েছে দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার তিনশ সাতজন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার পাঁচশ ৯০ জনের মতো।করোনায় আক্রান্তে সুস্থ হয়েছেন প্রায় ১ কোটি ৯১ লাখ ১৪ হাজার একশ ৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৯১ লাখ ৯৯ হাজার পাঁচশ ৭৭ জন।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ।সারা বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র সবার উপরে অবস্থান করছে।এর পরেই রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ কোটি ২২ লাক্ষ মানুষ। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৭৭ লাখ ৮৪ হাজারের বেশি।

অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় ৯৭ শতাংশ সেরে গেছে।

0Shares