খেলাধুলা ডেস্ক::
ফের অনন্য নজির গড়লেন বিরাট কোহালি। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ভক্ত হল তাঁর। একই সঙ্গে এই ‘বিরাট’ কীর্তি গড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি, নেমার দ্যা সিলভা, হলিউডের অভিনেতা ও কুস্তিগীর দ্যা রক, আমেরিকার পপ গায়িকা বিয়ন্সে নোয়েলস ও সেই দেশের আর এক অভিনেত্রী-গায়িকা আরিয়ানা গ্রান্ডের তালিকায় নাম লেখালেন ভারত অধিনায়ক। ভারত অধিনায়কের এমন কীর্তির জন্য আইসিসিও গর্বিত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা টুইট করে সেটা জানিয়েছে।
শুধু তাই নয়, ‘কিং কোহালি’ হলেন দুনিয়ার চতুর্থ ক্রীড়াবিদ, যাঁর ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা ১০ কোটি হল। এই তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগীজ তারকা ‘সি আর সেভেন’। ইন্সটাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা ২৬৬ মিলিয়ন। আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা ‘এল এম টেন’ রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর ভক্তের সংখ্যা ১৮৭ মিলিয়ন। তালিকার তিন নম্বরে আছেন ব্রাজিলীয় তারকা নেমার। তাঁর ভক্ত ১৪৭ মিলিয়ন মানুষ।